সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

শেরপুরের নবাগত সিভিল সার্জন ও সুপারিনটেনডেন্টকে বিভিন্ন মহলের শুভেচ্ছা জ্ঞাপন

মোঃ মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪৭৪ বার পঠিত

শেরপুর জেলার নতুন সিভিল সার্জন পদে ডা. মুহাম্মদ জসিম উদ্দিনকে ও সুপারিনটেনডেন্ট পদে ডা. মোঃ সেলিম মিঞাকে পদায়ন করায় তাদেরকে বিভিন্ন মহলের পক্ষ থেকে আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানানো হয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার সকল (৫টি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহম্মেদ, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী ও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে, শেরপুর সিভিল সার্জন অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী, শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী, জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; শেরপুর সদর হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগসহ সকল বিভাগ, সেবিকাগন, ঐতিহ্যবাহিক নকলা প্রেস ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন, ক্লিনিক এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠননের পক্ষথেকে আলাদা ভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উল্লেখ্য, ডা. মুহাম্মদ জসিম উদ্দিন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য এর স্থলাভিষিক্ত হলেন এবং ডা. মোঃ সেলিম মিঞা সুপারিনটেনডেন্ট ডা. মুহাম্মদ জসিম উদ্দিন-এঁর স্থলাভিষিক্ত হলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।