শেরপুরের নকলায় ৩০ জুন রবিবার ২০২৪ সালের এইচএসসি, বিএমটি ও আলিম প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিন এইচএসসি’র ৮ জন ও বিএমটি’র ৯ জনসহ মোট ১৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেনি।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল বার্সেদ জানান, উপজেলায় একটি কেন্দ্রে (৬০৮) বাংলা প্রথম পত্রের (কোড ১০১) এইচএসসি পরীক্ষার্থী ছিলো ৫৬২ জন, এর মধ্যে অনুপস্থিত ৮ জন এবং একটি ভ্যানুতে (৫৬০১৪) বাংলা-২ (কোড ২১৮২১) বিএমটি পরীক্ষার্থী ছিলো ২৪১ জন, এর মধ্যে ৯ জন অনুপস্থিত ছিলো। তিনি আরো জানান, এইচএসসি ও বিএমটি পরীক্ষায় ২টি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেছে।
আলিম পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল ইসলাম জানান, ২০২৪ সালের আলিম প্রথম দিনের কোরআন মাজিদ (কোড ২০১) পরীক্ষা নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে (২৪৩) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এদিন উপজেলার ৪টি মাদ্রাসার মোট ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই অংশ গ্রহন করেছে।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ায় কেন্দ্র কর্তৃপক্ষ ও পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্টদের প্রতি ছাত্র, শিক্ষক ও অভিভাবকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।