শেরপুর জেলার নতুন সিভিল সার্জন হিসেবে ডা. মুহাম্মদ জসিম উদ্দিনকে পদায়ন করা হয়েছে। তিনি সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য এর স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম.কে হাসান জাহিদ-এঁর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মোতাবেক এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মুহাম্মদ জসিম উদ্দিনকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
এই খবর প্রকাশ প্রচারের পরেই শেরপুরের ঐতিহ্যবাহিক নকলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, সংস্থা, বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকের পক্ষ থেকে ও অগণিত শুভাকাঙ্খী বিভিন্ন মাধ্যমে আলাদা ভাবে শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ডা. মুহাম্মদ জসিম উদ্দিন সিভিল সার্জন হিসেবে পদায়নের আগে ২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন৷ সহকারী পরিচালক ও তত্ত্বাবধায়ক হিসেবে পদায়নের আগে তিনি জেলার ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। এরও আগে গিনও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শেখ মুজিব মেডিকেল কলেজে, নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ভোলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, শেরপুরের ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শেরপুর জেলা সদর হাসপাতালে সহকারী পরিচালক ও তত্ত্বাবধায়ক হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন৷
উল্লেখ, শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) হিসেবে বদলি করা হয়েছে।