শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। রবিবার (২৩ জুন) দুপুরের দিকে তিনি অতর্কিত ভাবে পরিদর্শনে আসেন।
এসময় বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল অনোয়ার মহব্বত, গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর হমান আবুল, বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তা (সচিব) গোলাম কবির, প্যানেল চেয়ারম্যান উছমান আলী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সাইফুন নাহার চৈতী, ইউপি সদস্য বাবুল মিয়া ও ছামিদুল ইসলামসহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, সাধারণ ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের অফিসিয়াল কার্যক্রমসহ জনসেবার পর্যায়ক্রমে মানোন্নয়নের চিত্র ও সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। সবশেষে জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন তিনি।