২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার (২৩ জুন) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মধ্য দিয়ে ৭৬ বছরে পা রাখলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই দিবসটি উদযাপন উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।
কর্মসূচী গুলোর মধ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও দলীয় শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল উল্লেখযোগ্য।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এদনি বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন-এঁর সভাপতিত্বে আরোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ ও মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা; তথ্য ও গবেষণা সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার; সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেরা শাখার নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৪৯ সালের আজকের এই দিনে তথা ১৯৪৯ সালের ২৩ জুন তারিখে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় আওয়ামী লীগ। ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেওয়া এ দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই দলটি দক্ষতার সহিত দেশ পরিচালনা করে আন্তজার্তিক ভাবে সুখ্যাতি অর্জনসহ দ্রæত উন্নয়নের লক্ষ্যে দেশ পরিচালনায় মডেলে পরিণত হয়েছে।