শেরপুরের নালিতাবাড়ীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল রেসলিং করতে গিয়ে হোমিও হাসান নামে এক কিশোর নিহত ও সিয়াম নামে আরো এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালাকুমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোমিও হাসান কালাকুমা গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং আহত সিয়াম একই গ্রামের বাছেত মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হোমিও হাসান ও সিয়াম নামের দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে কালাকুমা এলাকায় পাল্টাপাল্টি ও ঝিকঝাক করে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে তারা ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হোমিও হাসানকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত সিয়াম চিকিৎসাধীন আছেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।