শেরপুরের নকলায় খালের পানিতে গোসল করতে গিয়ে সহোদর দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের বিহাড়িরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো বিহাড়িরপাড় উত্তরপাড়া গ্রামের আবদুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে ও মাসুদ স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি গ্রæপের শিক্ষার্থী ছিলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে মারিয়া ও তার ছোট ভাই মাসুদসহ এলাকার কয়েকজন শিশু বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায়। এ সময় হঠাৎ করে মারিয়া ও মাসুদ পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুদের ডাকচিৎকারে স্থানীয়রা মারিয়া ও মাসুদকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান শিশু দুইটিকে হাসপাতালে আনার বেশ আগেই মারা গেছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটির মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ দাফনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই শিশুর মরদেহ দুইটি পরিবারের সদষ্যের কাছে হস্থান্তর করা হবে বলে ওসি আবদুল কাদের মিয়া জানান।
হৃদয় বিদারক এ ঘটনার সংবাদ পেয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে শিশু দুটির বাড়িতে গিয়ে তাদের বাবা-মা ও স্বজনদের সান্তনা দেন তিনি। এদিকে সহোদর দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।