শেরপুরের নকলায় মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মা শিক্ষিত হোক বা না হোক, মা-ই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষার অঙ্গীকার নিয়ে মা/অভিভাবক সমাবেশের আয়োজন করেন দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ খ্রিঃ উপলক্ষে ‘শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের উপস্থিতি ও ঝরে পড়া রোধে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরীফ আহম্মদ জানান, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলার লক্ষ্যে মায়েদের ভূমিকা অপরিসীম। তাছাড়া শিশুদের শতভাগ পঠন-লিখন দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণসহ শিশু শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি রাখার মাধ্যমে তাদের মেধাবিকাশে সবার আগে মায়েদের ভ‚মিকা অতুলনীয় বলে তিনি মন্তব্য করেন। আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকগনের ভ‚মিকা নিয়েও তিনি আলোকপাত করেন। শিশুদের শতভাগ পঠন-লিখন দক্ষতা অর্জনের লক্ষ্যে আলোচনা ও শতভাগ ইউনিফর্ম পরিধান নিশ্চিতকরণ প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন, শতাধিক মা ও স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।