রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

নকলায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সককস’র ফুলেল শুভেচ্ছা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ-কে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস)-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের সিএ আইনুন নাঈম পানেলের নেতৃত্বে এ কে এম মাহবুবুল আলম সোহাগ-এঁর বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) মোঃ দিদারুল আল আমিন (দিদার), সহসভাপতি মজিবর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুল আহসান, মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফুন নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এ কে এম মাহবুবুল আলম সোহাগ-এঁর শুভাকাঙ্খীজন উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ নকলা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পূর্বক তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এবছর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রার্থীতা উন্মুক্ত করে দিয়েছেন, তাছাড়া জনগণের চাহিদা পূরণে একপ্রকার জনগনের চাপের কারনে আমি নির্বাচনে প্রার্থী হতে বাধ্য হই। এসব বিবেচনা করেই আপনারা পুনরায় আমাকে উপজেলার দায়িত্ব দিয়েছেন। আমি নকলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে বড় একটি নির্বাচনী ইসতেহার দিয়েছি। এখন আমার প্রথম কাজ হলো সকলকে সাথে নিয়ে আমার দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করা। সকলের সার্বিক সহযোগিতা নিয়ে নকলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

উল্লেখ্য, নকলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম (সোহাগ), দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করেছেন। উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন। এই নির্বাচনে মোট ভোটারের ৪৫.৯৬ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।