শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী ধনাকুশা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ জুন) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী জানা গেছে, ২৫ মে (শনিবার) থেকে ২৭ মে (সোমবার) পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলণ ও জমা করা যাবে। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ২৯ মে (বুধবার)। মনোনয়নপত্র বা প্রার্থীতা প্রত্যাহার করা যাবে পহেলা জুন (শনিবার) অফিস চলাকালীন সময়। ভোট গ্রহন করা হবে ১২ জুন (বুধবার) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন জানান, ধনাকুশা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ১২ জুন (বুধবার) সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর জন্য প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ-কে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ কার্যক্রমসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।