শেরপুরের নকলায় কন্দাল ফসল চাষাবাদ কৌশল, রোগ ও বালাই ব্যবস্থাপনা এবং সংরক্ষণ পদ্ধতির ওপর দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। সোমবার ২টি আলাদা আলাদা ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জন কৃষক-কৃষাণীকে এ প্রশিক্ষন প্রদান করা হয়।
২০২৩-২৪ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে কন্দাল জাতীয় ফসল যেমন আলু, মিষ্টি আলু, কাসাভা, গাছ আলু, লতিকচু, পানিকচু, মুখীকচু, ওলকচু উৎপাদন, বিভিন্ন প্রকার জৈব সার উৎপাদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থী কৃষকের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা এ প্রশিক্ষন কর্মশালা পরিচালনা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, এ প্রকল্পের আওতায় নকলা উপজেলায় দুইটি ব্যাচে ৩০ করে ৬০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষন দেওয়া হলো। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে কৃষকরা কন্দাল ফসল চাষে লাভবান হবেন বলে তিনি মনে করছেন।