শেরপুরের নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৬ জুন (বুধবার) নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচনে প্রথম বারেরমতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার আলম সবুজ-এর হঠাৎ মৃত্যু জনিত কারনে শূণ্যপদ পূরণের লক্ষ্যে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আনোয়ারুল হকের স্বাক্ষরিত তফসিল সংক্রান্ত এক গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক জানা গেছে, আগামী ৩০ মে (বৃহস্পতিবার) পর্যন্ত রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র উত্তোলণ ও দাখিল করা যাবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জুন (রবিবার)। ৩ জুন (সোমবার) থেকে ৫ জুন (বুধবার) পর্যন্ত প্রার্থীতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে। ৬ জুন (বৃহস্পতিবার) থেকে ৮ জুন (শনিবার) পর্যন্ত আপিল নিস্পত্তি করা হবে। মনোনয়নপত্র বা প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন (রবিবার)। ১০ জুন (সোমবার) চুড়ান্ত প্রার্থীতার তালিকা প্রকাশ করে, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৬ জুন (বুধবার) সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ মার্চ (শনিবার) নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার আলম সবুজ ইন্তেকাল করায় এই পদটি শূণ্য হয়।