শেরপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা উপ-কমিটির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ডিএসএ দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ২০২৪। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে বুধবার (২২ মে) দুপুরে এ দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন-এর সভাপতিত্বে ও দাবা উপ-কমিটির সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম উদ্বোধন করেন। এতে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।
এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, ক্রীড়া সংগঠক জয়নুদ্দিন মাহমুদ জয়, বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন, নকলা প্রেস ক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দাবাড়– আছাদুজ্জামান সৌরভসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়–গন, স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবা উপ-কমিটির সম্পাদক হাকিম বাবুল জানান, এবারের ডিএসএ দাবা প্রতিযোগিতায় জেলার ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। ৩ দিনে ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে ডিএসএ দাবা প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া এবার ৩য় স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার ৯টি স্কুলের ৩৮ জন ক্ষুদে দাবাড়– অংশগ্রহণ করছে। এছাড়া আগামী ৩১ মে থেকে এসব প্রতিযোগিতার পাশাপাশি স্কুল পড়–য়া ক্ষুদে দাবাড়ুদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
তিনি আরো বলেন, জেলা ডিএসএ দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন খেলোয়াড় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় দাবা ‘বি’ প্রতিযোগিতায় বাছাইপর্বে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করবেন। এছাড়া স্কুল দাবা প্রতিযোগিতার সেরা খেলোয়াড়দের মধ্য থেকে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশীপ ও বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দাবা খেলোয়াড় নির্বাচন করা হয়ে থাকে। প্রথম দিনের ৩ রাউন্ড খেলা শেষে পূর্ণ ৩ পয়েন্ট করে অর্জন করে এগিয়ে রয়েছেন, আহমদ শরীফ, জাহিদুল ইসলাম রাব্বি, ডাঃ এ.এস.এম আবিদ হাসান ও সামিউর রহমান রিয়ানসহ অনেকে।