–শান্তা কামালী
বৃষ্টিভেজা মেঘলা দিনে
স্বপ্নে বিভোর থাকি,
হৃদয়েরই ক্যানভাসে আজ
তোমার ছবি আঁকি।
সাতটি রঙের রঙিন মনে
যেটুকু কুমকুম।
তাই দিয়েই তো রেঙে দিলাম
তোমার ঠোঁটে চুম।
মনের মাঝে কাজল ছিলো
মাখিয়ে দিলাম কেশ-এ,
কচি ধানের সবুজ পোশাক
দিলাম ভালোবেসে।
হাতের পাতায় হলুদ রঙে
মেহেন্দী উৎসব
বিরহ ব্যাথার নীল ও ছিলো
তোমায় দিলাম সব।
কমলা রঙের আবির দিলাম
মাখিয়ে তোমার গালে,
হৃদয় টাকে রাঙাতে চাই
আমার হৃদমঞ্জরী লালে।
বেগুনি আর সাদা পাথরে
কণ্ঠে দেবো হার,
আকাশী রঙে লিখবো তুমিই
আমার অহঙ্কার। ।
লেখক:
শান্তা কামালী
সিলেট সদর।