শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় গৃহহীন জামাল উদ্দিন ২০ বছর ধরে রাত কাটান মসজিদে শেরপুর সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, দ্রুত বিচার দাবী নকলায় টিসিবি পণ্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণ চলছে কীটনাশক ব্যবহারে সচেতনতার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে কৃষক! নকলায় তারুণ্য উৎসব উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পৃথিবীর একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণি বিলুপ্তির পথে নকলায় এসএসসি-৯৫ ব্যাচের মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন নকলায় শাক সবজি চারার হাটে বেচাকেনার ধুম নকলায় দিন দিন তুলার জনপ্রিয়তা বাড়ছে, এখন তুলা যেন সাদা সোনা

নালিতাবাড়ী উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যাঁরা

নালিতাবাড়ী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান পদে মোঃ শেখ ফরিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ আশুরা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে বেসরকারিভাবে নির্বাচিত হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্যসাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুর রহমান লেবু আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮০৭ ভোট।

চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৪৫ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮০০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ শেখ ফরিদ, টিউবওয়েল প্রতীকে ৩৯ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মেহেদী হাসান রাজন, চশমা প্রতীকে ৩৩ হাজার ২৫ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান অন্যান্য প্রার্থীদের মধ্যে মোঃ বাবুল হোসেন, তালা প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৯৯ ভোট এবং মোঃ ইসমাইল হোসেন, টিয়াপাখি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম কলসী প্রতীকে ৬৮ হাজার ৮৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নহেলিকা দিব্রা, ফুটবল প্রতীকে ১৪ হাজার ২৫৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে ক্লোডিয়া নকরেক, পদ্মফুল প্রতীকে ১৩ হাজার ১৬৩ ভোট এবং রাজিয়া সুলতানা, হাঁস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১৬ ভোট।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।