শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬ ডিসেম্বর শ্রীবরদী হানাদার মুক্ত দিবস নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ গ্রহণ নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শেরপুরের ছানার পায়েসের কদর দেশ বিদেশে, জিআই পণ্যের মর্যাদা অর্জন পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ

নকলায় ২ ব্যাচে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬০ খামারীকে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

শেরপুরের নকলায়  সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে গাভী পালন, গরু হৃষ্টপুষ্টকরণ, ছাগল-ভেড়া ও হাঁস-মুরগি পালন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মে) উপজেলা প্রাণিসম্পদ অফিসের মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডঃ মুহাম্মদ ইসহাক আলী-এঁর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুজন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে দুই ব্যাচে (১৩ মে সোমবার থেকে ১৪ মে মঙ্গলবার) এবং (১৫ মে বুধবার থেকে ১৬ মে বৃহস্পতিবার) পর্যন্ত প্রতি ব্যাচে ৩০ জন করে ২ ব্যাচে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬০ খামারীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণের রিসোর্স পার্সোন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজুয়ানুল হক ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মুহাম্মদ ইসহাক আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সুজন মিয়া, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম।

প্রশিক্ষনার্থীরা এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের খামারের সার্বিক উন্নয়নের পাশাপাশি তারা আর্থিক ভাবে লাভবান হতে পারবেন বলে আশাব্যক্ত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডঃ মুহাম্মদ ইসহাক আলী।

এসময় ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোশিয়েশন নকলা উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, জেনারেল সেক্রেটারি রামচন্দ্র বিশ্বাস, সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস, নান্ডু চন্দ্র বিশ্বাস, প্রফুল্ল মারাক ও নিপেন চন্দ্র বিশ্বাসসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ খামারী প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।