শেরপুরের নকলায় প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের জন্য টিফিন বক্স, অতি দরিদ্র নারীর মাঝে গরু এবং উরফা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসবাবপত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। বুধবার (১৫ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত চরঅষ্টধর, চন্দ্রকোনা ও উরফা ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে তিনি এসব বিতরণ করেন।
জানা গেছে, ৮নং চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরবসন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিলের জন্য মোট ২৪২ টি টিফিন বক্স; ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা গ্রামের অতিদরিদ্র মহিলাদের মাঝে আয় বর্ধক উপকরণ হিসেবে গবাদি পশু (গাভী) এবং ৩নং উরফা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য অতি প্রয়োজনীয় আসবাবপত্র বিতরণ করা হয়।
টিফিন বক্স বিতরণকালে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিদরিদ্র মহিলাদের মাঝে ব্র্যাকের উদ্যোগে গবাদিপশু বিতরণের সময় ব্র্যাকের প্রতিনিধিগন, সুবিধভোগী নারী ও বিভিন্ন শ্রেণি পেশার স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।
অন্যদিকে এদিন বিকেলের দিকে উরফা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য অফিসিয়াল চেয়ার-টেবিল ও রোগীদের বিশ্রামের জন্য বসার সংযুক্ত কিছু চেয়ার হস্তান্তর করা হয়। এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রাশেদুজ্জামান রাতুল, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী দিদারুল আল-আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী জহিরুল ইসলাম লিটন, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজিব মিয়াসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।