শেরপুরের নকলায় ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন’ প্রকল্পের আন্তঃক্লাব ক্রীড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১২ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হান্নান মিয়া ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান প্রমুখ।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, বিভিন্ন ইউনিয়নে স্থাপিত কিশোর-কিশোরী ক্লাবের প্রতিযোগী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।