পঞ্চ মাসে অষ্ট তারিখ
রাষ্ট্র হলো তথ্য
আজকে নাকি গাধা দিবস
খবরটা কি সত্য?
থাকতে লাখো হাজার প্রাণী
গাধার লাগি দিন
গাধার মূল্য সোনার তুল্য
থাকবে অমলিন।
মানব জাতির বন্ধু গাধা
দেয় বেঘোরে শ্রম
গাধার ডিমান্ড উর্ধ্বগামী
সাপ্লাই তার কম।
গাধা গাধা নয়তো সে যে
বাহক সভ্যতার
গাধার মূল্য দিতেই দিবস
মর্যাদা চাই তার।
শৈল মরু তেপান্তরে
গাধায় টানে মাল
গাধার শ্রমে চালাক মানুষ
তৃপ্ত চিরকাল।
গাধা বলে নয়তো হেলা
গাধা পালন চাই
টিকিয়ে রাখতে গাধার কৌলি
এর বিকল্প নাই।