শেরপুরের নকলায় বৈদ্যুতিক চার্জ থেকে অটোরিক্সা খুলতে গিয়ে আব্দুর রহমান পচুন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পিপড়ী গ্রামের মৃত জুনাবালীর ছেলে।
রবিবার (৫ মে) সকাল ১০ টার দিকে নিজের বাড়িতে চার্জ দেওয়া অটোরিক্সা খুলতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের বড় ছেলে সুহেল রানা তার চায়ের দোকান ঘরে চার্জে দেওয়া অটোরিক্সা খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে আহত ছেলে সুহেল রানাকে হাসপাতালে নেওয়ার জন্য বাবা আব্দুর রহমান পচুন সবার অজান্তে ওই অটোরিক্সাটি চার্জ থেকে খুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়দের সহযোগিতায় বাবা আব্দুর রহমান পচুন ও ছেলে সুহেল রানাকে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন এবং ছেলেকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ছেলেকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যুতে এলাকায় যেন শোকের ছায়া নেমেছে!