জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি বের হয়।
র্যালিটির অগ্রভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হান্নান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিতসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট ও বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ দিবসটি ২০১৩ সাল থেকে সারাদেশ ব্যাপী যথাযথ ভাবে পালিত হয়ে আসছে।