শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন

নকলা পৌরসভা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার কার্যালয় পরিদর্শন করছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (বিপিএএ) মোহাম্মদ আজিজুর রহমান।

বুধবার দুপুরের দিকে তিনি পৌরসভার কার্যালয় পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন , জেলা পরিষদের সদস্য মো. ছানোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিচালক (বিপিএএ) মোহাম্মদ আজিজুর রহমান পরিদর্শনের উদ্দেশ্যে পৌরসভার মেয়রের কার্যালয়ের সামনে পৌঁছালে নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন-এর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুল হাসান আজাদ, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, কর আদায়কারী মো. মুনছুর আলী, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, প্যানেল মেয়র মো. ইন্তাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ অলী ও মো. রফিকুল ইসলাম; টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ নকলা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।