শেরপুরের নকলায় প্রতিবেশী এক ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে মুরাদ (৫৫) নামে এক নিরাপত্তকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত মুরাদ টালকী গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে। সে রাজধানী ঢাকার ব্যক্তি মালিকানাধীন একটি বাসায় নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন। এ ঘটনায় প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের সঙ্গে তার পাশের বাড়ীর ছোট ভাইয়ের স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বাড়িতে যাতায়াতের রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মুরাদ ঢাকা থেকে বাড়িতে আসলে ভাসুর ও ছোট ভাইয়ের স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রী বাঁশের লাঠি দিয়ে ভাসুর মুরাদের মাথায় আঘাত করলে সে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
¬
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি আব্দুল কাদের মিয়া জানান।