শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন

নকলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৪৮ বার পঠিত

শেরপুরের নকলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১৭ এপ্রিল) উপজেলার বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।

মাদ্রাসাটির সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, নকলা প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদ্যসাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন ও আব্দুছ ছাত্তার প্রমুখ।

আলোচনা সভায় ঐতিহাসিক মুজিব নগর সরকার গঠনের ইতিহাস আলোচনা করাসহ এদিবসটি উদযাপনের গুরুত্ব ও তাৎপর্য সমূহ তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, বাঙালি জাতির জাতীয়তার ইতিহাসে তথা স্বাধীনতাসংগ্রাম বা মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি অবিস্মরণীয় দিন। তবে এ দিবস সম্পর্কে বিস্তারিত জানতে মুজিব নগর সরকার ও মুক্তিযোদ্ধ বিষয়ক বিভিন্ন বই পড়ার পরামর্শ দেন তাঁরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সবাইকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মাদ্রাসার কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলার বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মাধ্যমিক ও উচ্চ মিাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।