বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরের নকলায় সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৩ শেরপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা, হাসপাতাল তত্ত্বাবধায়কের প্রত্যাহারের দাবীতে আল্টিমেটাম শেরপুর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন ও এ্যাডভোকেসি সভা নকলায় বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা পেলো উদ্দীপণা পুরষ্কার নকলায় শিশুদের মাঝে ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেরপুরে ডি.কে.আই.বি জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ Nat’l Revolution and Solidarity Day observed in Nakla নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে নকলায় উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনসহ ইউপি কার্যালয় পরিদর্শন

নকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

শেরপুরের নকলায় সারাদেশের সাথে একযোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও দিন ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে ভার্চুয়ালি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় স্থানীয় ভাবে আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ এর আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ বাস্তবায়ন কমিটির সভাপতি সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. আব্দুল আহাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ ইসহাক আলী।

উপজেলা প্রাণীসম্পদ সম্প্রাসারণ কর্মকতা কৃষিবিদ ডা. সুজন মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্মসাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, জেলা পরিষদ সদস্য মো. ছানোয়ার হোসেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বিদুৎ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী, উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন’র সভাপতি নাজমুল হক, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, খামারী পান্না বেগম, রাজিব হাসান ও আব্দুস ছালাম প্রমুখ।

এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নান, বঙ্গবন্ধু পরিষদ’র ঢাকা মহানগর শাখার সদস্য তৌহিদুর রহমান ডালিম, বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন নকলা উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম ও কোষাধ্যক্ষ পারভেজ হোসাইন, উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিক, উপ-সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মঞ্জু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ, দৈনিক কলিকাল’র সম্পাদক তারেক আহসান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিভিন্ন এলাকার দুগ্ধ উৎপাদনকারী দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর কর্মকর্তা-কর্মচারীগন ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ দপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যৌথ সহযোগীতায় এ প্রদর্শনীর সফল বাস্তবায়ন করে নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। এই প্রদর্শনীতে নানা জাতের গাভী, ষাড়, খাসি, ভেড়া (গাড়ল), খরগোস, নানান জাতের হাঁস, মুরগী, কবুতরসহ বিভিন্ন পশু-পাখি নিয়ে খামারীগন অংশগ্রহণ করেন। সবশেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মধ্যথেকে মূল্যায়ন কমিটি কর্তৃক প্রদর্শনী মূল্যায়ন করে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলেদেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।