শেরপুর জেলার নকলা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আকারে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম ও কার্যসহকারী তারিকুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের প্রতি পরিবার প্রধানের হাতে ২ বান্ডেল করে মোট ৮ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।