বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীরা পেলো উদ্দীপণা পুরষ্কার নকলায় শিশুদের মাঝে ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেরপুরে ডি.কে.আই.বি জেলা শাখার নবনির্বাচিতদের শপথ গ্রহণ Nat’l Revolution and Solidarity Day observed in Nakla নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে নকলায় উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনসহ ইউপি কার্যালয় পরিদর্শন ঝিনইগাতিতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবারসহ নগদ টাকা ও মসজিদে ঢেউটিন উপহার নকলায় যুব ফোরামের উদ্যোগে শান্তি-সম্প্রীতির শোভাযাত্রা, আলোচনা সভা নকলায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা, বৃক্ষ রোপণ

নকলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও সহায়তার চেক বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৫২ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আকারে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আনোয়ার হোসেন শামীম ও কার্যসহকারী তারিকুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থ ৪ পরিবারের প্রতি পরিবার প্রধানের হাতে ২ বান্ডেল করে মোট ৮ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।