শেরপুরের নকলায় চলতি অর্থ বছরের আগত মৌসুমের জন্য কৃষকের মাঝে বিনামূল্যে ব্রি ধান-৯৮ ও পাট বীজসহ রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় মুজিব শতবর্ষ মঞ্চ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র সার্বিক ব্যবস্থাপনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সার বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ছামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, সহ-দপ্তর সম্পাদক এফএম কামরুল আলম রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়াসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যবৃন্দ,
নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নুর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ইউপির চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগন, সুবিধাভোগী কৃষক-কৃষাণী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র দেয়া তথ্য মতে, এই ধাপে উপজেলার ৫৫০ জন কৃষকের মাঝে প্রতিজনে ৫ কে.জি করে ব্রি ধান-৯৮ বীজ, ১০ কে.জি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডি.এ.পি) ও ১০ কে.জি করে মিউরেট অব পটাশ (এম.ও.পি) সার এবং ২৬০ জন কৃষকের মাঝে প্রতি জনে শুধুমাত্র ১ কে.জি করে পাট বীজ প্রদান করা হবে। এ হিসেব মতে চলতি মৌসুমে উপজেলায় মোট ২ হাজার ৭৫০ কেজি ব্রি ধান-৯৮ জাতের বীজ, ৫ হাজার ৫০০ কেজি ডি.এ.পি সার, ৫ হাজার ৫০০ কেজি এম.ও.পি সার এবং ২৬০ জন কৃষকের মাঝে প্রতি জনে শুধুমাত্র ১ কে.জি করে মোট ২৬০ কেজি পাট বীজ প্রদান করা হবে।