শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠন উপলক্ষে গঠিত সম্মেলন বাস্তবায়ন উপকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বাদ মাগরিব ইকরা বুক ডিপো’র সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলন বাস্তবায়ন উপকমিটির আহবায়ক ও সংগঠনটির যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ-এর সভাপতিত্বে এবং যুগ্মআহবায়ক ও দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সম্মেলন বাস্তবায়ন উপকমিটির যুগ্মআহবায়ক ও সংগঠনটির যুগ্মসাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল, সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মো. মোশারফ হোসাইন, পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন, প্রচার সম্পাদক আইয়্যুব খান, বঙ্গবন্ধু পরিষদ-এর ঢাকা মহানগর শাখার শেরপুর জেলার একমাত্র সদস্য তৌহিদুর রহমান ডালিম প্রমুখ।
এসময় নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আলতাব আলী ও প্রদর্শক মো. মোতালেব সেলিম, নকলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সম্মেলন বাস্তবায়ন উপকমিটির নেতৃবৃন্দ আগামী ২৩ মার্চ শনিবার বিকেল ৪টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেসক্লাবের অফিস কক্ষে অনুষ্ঠিতব্য সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হতে আহবান জানানো হয়।