শেরপুরের নকলায় ধর্মীয় প্রতিনিধি, মসজিদ কমিটি ও স্টেকহোল্ডারদের সমন্বয়ে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালের আয়োজনে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম (সিসিএসডিপি), পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতা অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম।
পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু রায়হানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক আব্দুল লতিফ মোল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শেরপুর পরিবার পরিকল্পনা কার্যালের অতিরিক্ত উপপরিচালক ডা. মোখলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রোগ্রাম ম্যানেজার ডা. রফিকুল ইসলাম তালুকদার, ইসলামি ফাউন্ডেশন শেরপুরের উপপরিচালক এলএম মোহাই মোনুল ইসলাম, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান রাতুল, সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, নকলা উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল জলিল কাসেমী প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইসলামি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীসহ স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন।