শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেসক্লাবের অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির যুগ্মসাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল ও সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মো. মোশারফ হোসাইন, দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামল, পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ-এর ঢাকা মহানগর শাখার শেরপুর জেলার একমাত্র সদস্য তৌহিদুর রহমান ডালিম প্রমুখ। এসময় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফলতার সহিত সম্মেলন সম্পন্ন করতে সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে সুলতান মাহমুদ-কে আহবায়ক এবং নূরে আলম সিদ্দিকী উৎপল ও খোরশেদ আলম শ্যামলকে যুগ্মআহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট সম্মেলন বাস্তবায়ন উপকমিটি গঠন করা হয়েছে। কোন প্রকার সমস্যার মোকাবেলা করতে না হলে আগামী ২৩ মার্চ শনিবার বিকেলে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ গঠন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।