শেরপুরের নকলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে র্যালিটি বের হয়ে পরিষদ চত্তর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। সভায় ভোক্তা অধিকার ও দায়িত্ব এবং ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দণ্ড সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।