রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

নকলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-কে সম্মাননা প্রদানসহ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নকলা শাহরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে এ সম্মাননা প্রদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি ও নকলা শাহরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আজিজুল ইসলাম-এঁর সভাপতিত্বে এবং উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিবিরচর রহমানিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, মমিনাকান্দা আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হযরত আলী, বারমাইশা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আতাউর রহমান, তারাকান্দা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুস সামাদ, বন্দটেকী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ওয়ারেজ আলী, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. অলি উল্লাহ, উরফা গোরস্থান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. সেকান্দর আলী, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রোকনুজ্জামান, দধিয়ারচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. মোস্তাফিজুর রহমানসহ পাঁচকাহনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, ছত্রকোনা দাখিল মাদ্রাসা, চিথলিয়া দাখিল মাদ্রাসা, পূর্বটালকি বালিকা দাখিল মাদ্রাসা ও কলাপাড়া মিফতাহুল উলুম দাখিল মাদ্রাসার সুপারগন, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মো. ফজলুল করিমসহ অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তারা অবসর জনিত কারনে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এঁর কর্মদক্ষতা, কাজের প্রতি তাঁর শ্রদ্ধা ও একাগ্রতা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন শিক্ষনীয় ও অনুকরনীয় বিষয়াবলী নিয়ে আলোকপাত করেন। বক্তারা সবাই বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এঁর নিকট দোয়া কামনার পাশাপাশি তাঁর কর্মকালীন জীবনের মতো অবসর কালীন ভবিষ্যতের জীবনেও সাবর্কি সহযোগিতা কমনা করেন। এছাড়া বিদায়ী অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্য দানকালে আবেগ প্রবণ কন্ঠে সবার কাছে দোয়া কামনা করেন। এসময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে উঠেন।

আলোচনা সভা শেষে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এঁর হাতে বিশেষ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সবশেষে বারমাইশা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আতাউর রহমান উপস্থিত সকলকে সাথে নিয়ে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এঁর অবসরকালীন জীবনের সার্বিক কল্যাণ কামনাসহ সকলের উজ্জল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেনসহ নকলা উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এর আগে ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার নকলা উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এবং ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে নকলা উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ২১ ফেব্রুয়ারি তারিখে মোহাম্মদ আব্দুর রশিদ-এঁর বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরির বয়সসীমা অনুযায়ী তিনি অবসরে যান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।