শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদি ঈদগাহ মাঠের বাউন্ডারী ওয়াল ও গেইটসহ উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম’আ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে এই উন্নয়ন কাজ উদ্বোধন করেন।
এসময় বালিয়াদি ঈদগাহ মাঠ পরিচালনা পরিষদের সহসভাপতি আবুল কালাম আজহাদ ও সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় শতাধিক মুসুল্লী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ভাষা শহীদসহ সকল শহীদের আত্মার মাগেফেরাত কামনায় ও ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ দোয়া করা হয়।