সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

শেরপুর টিটিসিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল উল্লেখ্যযোগ্য।

শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর নেতৃত্বে টিটিসি প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এর পরে সকাল ১০ টার সময় টিটিসি প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সাড়ে ১০ টায় টিটিসির মিলনায়তনে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে ও টিটিসির চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণে এবং ভাষা শহীদসহ সকল শহীদের আত্মার মাগেফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় ইন্সট্রাক্টর ইসমাইল হোসেন, আরিফুর রহমান, হেলাল উদ্দিন, রোকসানা খাতুন, নিরমল বাশার, মিজানুর রহমান, নাহার ই-জান্নাত, মো. রবিউল ইসলামসহ টিটিসির বিভিন্ন ট্রেডের ইন্সট্রাক্টর, কর্মকর্তা-কর্মচারীগন, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।