শেপুরের নকলা উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির ৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম-কে আহবায়ক ও ৪ জন যুগ্ম-আহবায়ক করে এই কমিটি ঘোষনা করা হয়।
আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়করা হলেন- যুগ্ম আহবায়ক গৌড়দ্বার বি.এল উচ্চ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউসুফ আলী খান, বিহারিরপাড় এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দিন ও বাড়ইকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম।
নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে আগামী তিন মাসরে মধ্যে (৯০ দিন) নকলা উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অনুরোধ জানানো হয়েছে।