জাতীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি-এঁর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনন্দন জ্ঞাপন করেছেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত সময়ের আলাপচারিতা কালে দেশের বিভিন্ন এলাকায় স্থাপিত প্রতিবন্ধী বা অটিজম বিদ্যালয় সমূহ সম্পর্কে খোঁজ খবর নেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইলিয়াস রাজ, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ শাহজাহান আহাম্মদ, সমন্বয়কারী গাউছল আজম, দপ্তর সম্পাদক আকুল শেকসহ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।