শেরপুরের নকলা পৌরসভাধীন বিভিন্ন এলাকার চার শতাধিক দরিদ্র, অসহায় শীতার্তের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।
সোমবার ( ১৫ জানুয়ারি) দুপুরের দিকে নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় পৌর-নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. সারুয়ার আলমসহ অন্যান্য কাউন্সিলরগন, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও অফিস সহকারী রীনা বেগমসহ পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন এবং পৌর এলাকার শীতার্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।