সংসদীয় আসন ১৪৫ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত এ.ডি.এম শহিদুল ইসলাম নৌকা প্রতীকে ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস.এম.এ ওয়ারেজ নাইম ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া-এঁর দপ্তর (কন্ট্রোল রোম) থেকে মাইকে ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল আহসান ঈগল প্রতীকে ২ হাজার ৫৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান কেটলি ঈগল প্রতীকে ৫২৭ ভোট, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম লাঙ্গল প্রতীকের ৪৩৯ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগের মনোনিত প্রার্থী মো. সুন্দর আলী গামছা প্রতীকে পেয়েছেন ১৭১ ভোট।