বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৯ টার সময় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে সকাল সাড়ে ৯ টার সময় পুষ্পার্ঘ্য অর্পণ, ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা, ১১ টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং দুপুরের দিকে একই স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল ছিলো উল্লেখযোগ্য।
আলোচনা সভা ও কেক কাটা অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান কিরন এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহেল খসরু রুবেল।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ঝিকরুল হাসান পিকুল ও সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিট, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরেফিন আহাম্মেদ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক অনিক কুমার রায় জয়, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফোরকান আহাম্মেদ শ্রাবণ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার তালুকদার সৌরভ, আব্দুর রহিম মোস্তফা, শোয়েব মাহমুদ রিশাদ, আব্দুস ছোবাহান ও মাহফুজুল ইসলাম; সদস্য কামরান হাসান রাব্বী, শামায়েল সরকার শায়েল, ফজলে রাব্বী রাজন, আলী আহসান সাগর, ফয়সাল মাহমুদ জিহাক, শাহ মো. দিদারুল হক সুহৃদ, রাইসুল ইসলাম রাসেল, রাকিবুল হাসান নিশাত, জাকারিয়া আলম নাদিম, ইউসুফ নবী স্বর্ন, আজোয়াদ সাকিব পূর্ণ, রোবায়েত হক রিফাত, লোকমান হোসাইন লিমন, কাউছার পারভীন স্বর্না, সাদেকুর রহমান বাবু, আমিনুল ইসলাম তুহিন ও আল-আমিন আকন্দসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অগণিত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।