শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

‘রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন’ নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার পঠিত

শেরপুর জেলার নকলায় ‘রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সৈয়দ রাসেল-কে সভাপতি ও জাহিদ হাসান সোহান-কে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারী) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়, যা সোমবার (পহেলা জানুয়ারী) রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন-এর জেলা সভাপতি মো. রুবেল মৃধা ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এ বছর মেয়াদী নতুন এই কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটির অন্যান্যরা হলেন, ২ জন সহ-সভাপতি শাহরিয়ার মনসুর প্লাবন ও শহিদুল্লাহ শহিদ, ২ জন যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুমন ও তৌহিদুল আলম সৌরভ, সাংগঠনিক সম্পাদক ফাহমিদুল হক ফাহাদ, ২ জন সহ-সাংগঠনিক সম্পাদক নাফিও বিন সাদ অপি ও ফাহাদ আলী ফকির, অর্থ সম্পাদক আবির হাসান লাবিদ, প্রচার সম্পাদক আনুসে অনাদিল বিকি, দপ্তর সম্পাদক ওয়াহিদ হাসান অন্তর, আইন বিষয়ক সম্পাদক সাকিব আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক আরজিনা, শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান রহমান শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল জুয়েল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির রাসেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শান্ত, ক্রীড়া বিষয়ক সম্পাদক আল-আমীন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আল মায়েদ তাসিন হিমেল, কৃষি বিষয়ক সম্পাদক ইমান হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন সুয়েম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাফি এবং ৭ জন সম্মানিত সদস্য মো. হুমায়ন কবির, মো. রুহুল আমিন, মো. রায়হান উদ্দিন, মো. সাব্বির, মো. শাওন আহম্মেদ, মো. মিথিল ও মো. সাগর আহম্মেদ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সম্পূর্ণ স্বেচ্ছাসেবী মূলক একটি সংগঠন। তরুণ স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধ করনের মাধ্যমে তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, তাদের প্রত্যেককে মানবতার কল্যাণে নিবেদিত হিসেবে পরিচিতি পেতে সার্বিক সহায়তা প্রদান এবং এই সংগঠনটির কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এর জন্য তারা সকলের কাছে পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।