শেরপুরের নকলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন সভায় স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজলো পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল মুনসুর আলী প্রমুখ।
আলোচনা পরে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে ১ লক্ষ ৪৫ হাজার টাকা, বিভিন্ন মাতৃকেন্দ্রের সদস্যদের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকা ও গনপদ্দী ইউনিয়নের বয়স্ক ভাতার উপকারভোগীদের মাঝে ভাতা বিতরণের নতুন বই প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমানা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইমুন শাহনাজ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা শাওন, সহকারি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মোখলেছুর রহমান, ইউনিয়ন সমাজ কর্মী ছাইদুর রহমান ও পারভেজ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত সমাজকর্মীগন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ভাতাভোগী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।