শেরপুর জেলার নকলা উপজেলা পোল্ট্রি এসোসিয়েশন-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. নাজমুল হক-কে সভাপতি ও মো. নূরে আলম সিদ্দিক-কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদসহ ১৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সোমবার (পহেলা জানুয়ারি) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী দুই বছর মেয়াদী ১৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন প্রদান করেন।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মনোয়ার হোসেন ও মো. ফরিদ মিয়া, সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ছফির উদ্দিন ও মিলন মিয়া, প্রচার সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. মমতাজ বেগম, কার্যকরী সদস্য হাছেন আলী, মো. লতিফুর রহমান, মো. হামিদুল ইসলাম, মো. রহুল আমিন, মো. সাদির রহমান সুজন, মো. আসাদুজ্জামান ও মো. জুয়েল মিয়া। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার ১৫৪ জন পোল্ট্রি খামারিকে সম্মানিত সদস্য হিসেবে মনোনিত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কৃষি উন্নয়ন মূলক একটি সংগঠন হিসেবে উপজেলার সকল পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ও তাদের প্রত্যেককে স্বাবলম্বী করার ক্ষেত্রে সার্বিক সহায়তা প্রদান এবং এই সংগঠনটির কর্মকান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সময়োপযোগী সচেতনতামূলক যেকোন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করাই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এর জণ্য তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।