রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন

নকলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন বিষয়ক চূড়ান্ত সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ বার পঠিত

শেরপুরের নকলায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নকলা প্রেস ক্লাব অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রক্তসৈনিক নকলার সভাপতি ও নকলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মো. নুর হোসেনের সঞ্চালনায় সভার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এবং ফিল্ড অফিসার সাইকা উম্মাশীহ্ যুব ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বর্ননা করেন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন। এছাড়া আরো বক্তব্য রাখেন- মানবাধিকার সংস্থা আমাদের আইন’র নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রক্তসৈনিক নকলার সিনিয়র সহ-সভাপতি মকিব হোসেন মামুন প্রমুখ।

আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় যুবনীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ এবং দেশ ও জাতির উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ নিবে এই সংগঠন। জাতীয় যুবনীতি ২০১৭-এর আলোকে তৃনমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুব-যুবনারী গোষ্ঠীর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করণের উদ্যোগ গ্রহণ করবেন তারা। তাছাড়া অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে যুব-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে তারা দায়িত্ব পালন করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করা এই সংগঠনের অন্যতম কাজ বলে তারা জানান। সবশেষে এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে এই সংগঠনের সকল কাজে নকলার যুবক ও যুবনারীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।