শেরপুরের নকলা উপজেলার কায়দা এলাকায় মাতৃ মৃত্যুর সামাজিক মৃত্যু পর্যালোচনা ও জানকীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার সকালে কায়দা এলাকায় সামাজিক মাতৃ মৃত্যু পর্যালোচনা সভায় মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি) ডা. ওয়ালি উল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) রফিকুল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর (এসআই) হাসান ফেরদৌস আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) লূৎফুল আনোয়ার বাদল, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা। পরিদর্শন শেষে ক্লিনিকের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ প্রকাশ করেন। তাছাড়া গ্রামীণ জনগনের স্বাস্থ্য সেবার মান আরো বাড়াতে জানকীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) শামীম আহমেদকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন তিনি।