শেরপুরের নকলায় মা সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশের আয়োজন করা হয়। ওই মা সমাবেশে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।
নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল।
সহকারী শিক্ষক শিমু রাণী সাহা, সানজিদা বেগম ও কামরুজ্জামান আলাল’র সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ আহাম্মদ, উপসহকারী ভূমি কর্মকর্তা হযরত আলী, বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী দেবু বণিক, আব্দুল মোত্তালেব বিএসসি, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন,
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুকূল সূত্র ধর, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমেতারা বেগম, মমতাজ বেগম, নাজমুন নাহার, উর্মিলা রানী সাহা, আফসানা আমিন স্মৃতি, তানিয়া পারভীন, দীল আঞ্জুম সুলতানা পারভীন, রোমেনা পারভীন আজাদ, শাপলা বেগম ও আসমা উল হুসনাসহ উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)’র উমর ফারুক, বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মা সমাবেশের আলোচনার পরে ফলাফল প্রকাশ করা হয় এবং প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রতি শ্রেণির ৫ জন করে মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে উদ্দীপনা পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত অভিভাবকগনের কাছে তাদের নিজ নিজ সন্তানের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল সীট (প্রগ্রেস রিপোর্ট) হস্তান্তর করা হয়।