সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বৃস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি সমূহের মধ্যে মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সঠিক নিয়মে প্রকৃত রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলণ, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া বা প্রার্থনা উল্লেখ্যযোগ্য।
সকাল সাড়ে ৯টার সময় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১০ টার সময় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদিরসহ আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফেরদৌসু রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধরসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকসহ অন্যান্য নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।