শেরপুর জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. জায়েদুর রশীদ (শ্যামল) ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে তাদেরকে বহিষ্কার করাসহ প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়।
৩০ নভেম্বর (শুক্রবার) রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকোট রুহুল কবির রিজভীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোল থেকে মনোনয়ন নিয়ে এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে মো. জায়েদুর রশীদ (শ্যামল) তৃনমূল বিএনপি থেকে মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিলের পরেই কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক শেরপুর জেলার বিএনপির এ দুই নেতাকে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে মর্মে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবিষয়ে বহিষ্কৃত দুই নেতার মধ্যে কেউই কোন প্রকার প্রতিক্রিয়া প্রকাশ করেননি।