শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় গৃহহীন জামাল উদ্দিন ২০ বছর ধরে রাত কাটান মসজিদে শেরপুর সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, দ্রুত বিচার দাবী নকলায় টিসিবি পণ্যের ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ বিতরণ চলছে কীটনাশক ব্যবহারে সচেতনতার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে কৃষক! নকলায় তারুণ্য উৎসব উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পৃথিবীর একমাত্র উড়ন্ত স্তন্যপায়ী প্রাণি বিলুপ্তির পথে নকলায় এসএসসি-৯৫ ব্যাচের মিলনমেলা উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র কমিটি গঠন নকলায় শাক সবজি চারার হাটে বেচাকেনার ধুম নকলায় দিন দিন তুলার জনপ্রিয়তা বাড়ছে, এখন তুলা যেন সাদা সোনা

মনোনয়ন ফরম জমা করেছেন সাবেক সাংবাদিক নেতা লাল মো. শাহজাহান কিবরিয়া

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ তথা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে অংশ নিতে মনোনয়ন ফরম জমা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মনোনীত প্রার্থী নালিতাবাড়ীর উপজেলার সাবেক সাংবাদিক নেতা লাল মো. শাহজাহান কিবরিয়া।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম-এঁর কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। এসময় কেন্দ্রীয় যুবজোট নেতা শেরপুর জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম ছামেদুল হক, নালিতাবাড়ী জাসদের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, নালিতাবাড়ী উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনসহ বেশ কয়েকজন জাসদ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলের পরে জাসদ মনোনীত প্রার্থী লাল মো. শাহজাহান কিবরিয়া সাংবাদিকদের বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে ১৪ দলীয় সরকারের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে নিতে মনোনয়ন পত্র দাখিল করলাম। আমরা আশাকরি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহন মূলক, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তি পূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হবে। ফলে প্রতিটি ভোটার যোগ্য প্রার্থী বাছাইয়ের মাধ্যমে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

তথ্য মতে, নকলা ও নালিবাড়ী উপজেলা নিয়ে শেরপুর-২ আসন গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৫৩৭ জন। এরমধ্যে, নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ১২৪ জন। ২০১৮ সালে ভোটার সংখ্যা ছিলো ১ লাখ ৫১ হাজার ৫৩৩ জন। এবার ভোটার বেড়েছে ২৪ হাজার ৫৯১ জন। আর নালিতাবাড়ী উপজেলায় মোট ৮৩টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪১৩ জন। ২০১৮ সালে ভোটার সংখ্যা ছিলো ১ লাখ ৯৭ হাজার ৬২৫ জন। এবার ভোটার বেড়েছে ৩৭ হাজার ৭৮৮ জন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।