দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ তথা শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ৭ম বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি নকলায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে নকলায় অগমন উপলক্ষে নকলা-ফুলপুর উপজেলার সীমান্ত এলাকায় পৌঁছালে শত শত নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নৌকার মাঝি মতিয়া চৌধুরীর বিজয়ের লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তুলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটনসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, আওয়ামী লীগ সমর্থক বিভিন্ন ইউপির চেয়ারম্যানগনসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগন, আওয়ামী লীগের কর্মী-সমর্থক, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা-শ্রেণীর শত শত জনগণ উপস্থিত ছিলেন।
সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি পথিমধ্যে দাঁড়িয়ে থাকা সাধারন মানুষদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। দেশ ও জাতির মঙ্গলার্থে উন্নয়নের মার্কা নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। দেশ ও জাতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান তিনি।