শেরপুরের নকলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উপজেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ সফলতা অর্জন করেছে ৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
তথ্য মতে, উপজেলার উচ্চ মাধ্যমিক স্তরের ১০টি প্রতিষ্ঠানের মধ্যে আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা, পাঁচকাহুনিয়া আলিম মাদ্রাসা ও ধুকুড়িয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে।
এছাড়া যেসব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে সেগুলো হলো, শাহরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬ জন, পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৪ জন, সরকারি হাজী জালমামুদ কলেজ থেকে বিএমটি শাখার ৩ জন ও মানবিক শাখার ১ জন, ধুকুড়িয়া এ.জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ২ জন, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের মানবিক শাখার ও বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়েছে।
প্রকাশিত ফলাফলের তথ্য মতে, সরকারি হাজী জালমামুদ কলেজ থেকে মানবিক শাখার ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগের ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে। আর বিএমটি শাখার ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এই কলেজের গড় পাশের হার ৭৫.৭৫%।
চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ থেকে ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫১ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে মানবিক শাখার ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২২ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগের ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন কৃতকার্য হয়েছে। এই কলেজের গড় পাশের হার ৫৫.৭২%।
চন্দ্রকোনা কলেজ থেকে ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩০ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে মানবিক শাখার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন, বিজ্ঞান বিভাগের ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন ও বানিজ্য বিভাগের ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৬ জন। এ কলেজ থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি; গড় পাশের হার ৩৬.০১%।
পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৪৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন; পাশের হার ৯৪.৩৫%। ধুকুড়িয়া এ.জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন; পাশের হার ৯৬.৫২%। আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ১০০%।
নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে, সাধারণ শাখার ১১৮ জনের মধ্যে ১১৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে; জিপিএ-৫ পেয়েছে ৬ জন। আর বিজ্ঞান বিভাগের ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এই কলেজের গড় পাশের হার ৫৫.৭২%।
বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার ১৬ পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে; জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাঁচকাহুনিয়া আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ১৬ জনই কৃতকার্য হয়েছে। ধুকুড়িয়া আলিম মাদ্রাসার ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জনই কৃতকার্য হয়েছে। এই তিন মাদ্রাসার পাশের হার শতভাগ হলেও কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।